পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। বাংলাদেশকে কখনো কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। এবারও দুর্গাপূজাকে...