দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালের পরের ট্রফি বিতর্ক ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি ক্রিকেটে উত্তাপ বাড়ছে। সেই উত্তাপের পরিপ্রেক্ষিতে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল সরাসরি আহ্বান জানালেন—পিসিবিকে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে বহুজাতিক টুর্নামেন্টে ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দিতে হবে।আকমল টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেন, এমন ঘটনার পর আর একইভাবে বসে থাকা যায় না। ‘আমাদের বোর্ডকে এখনই বলতে হবে—আমরা ভারতের সঙ্গে আর খেলব না। দেখুন, আইসিসি কী করে সেক্ষেত্রে। কিন্তু বাস্তবে পরিস্থিতি কঠিন, কারণ আইসিসির নেতৃত্ব একপ্রকার ভারতের হাতেই—তারা কীভাবে পদক্ষেপ নেবে?’ তিনি প্রশ্ন তুলেছেন।এসব কিছুর সূত্রপাত অবশ্য ম্যাচ-পরবর্তী সেই অনুষ্ঠানের কারণে—যেখানে ভারতের দল মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মহসিন নাকভি—যিনি একই সঙ্গে এসিসি প্রধান ও পিসিবি চেয়ারম্যান—ট্রফি ধরে মঞ্চ থেকে বেরিয়ে যান; ফলে...