খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে বৃহৎ পরিকল্পনা করছে। তিনি বলেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা করছে সংগঠনটি। এ ঘটনার রেশ তিন পার্বত্য জেলায়ও পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে, যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সংঘর্ষে লিপ্ত হয়। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণের পর গুইমারায় গিয়ে সংঘর্ষ ও গুলির...