আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরটিকে সরকারি সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তার (মামদানি) ওয়াশিংটনের সঙ্গে এমন সমস্যা হবে, যা আমাদের একসময়ের মহান শহরের (নিউইয়র্ক) ইতিহাসে কোনো মেয়রের হয়নি।’ ট্রাম্প সব সময়ই মামদানিকে ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন। যদিও মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন। ট্রাম্প লেখেন, মামদানি ফেডারেল সম্পদের ওপর নির্ভর করবেন তার ‘ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি’ পূরণের জন্য। তাই তিনি ‘সেই সহায়তার কিছুই পাবেন না’ বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও দাবি করেছেন, মামদানির সম্ভাব্য মেয়রশিপ প্রমাণ করবে এটি ‘আমাদের মহান রিপাবলিকান পার্টির জন্য ঘটে যাওয়া অন্যতম সেরা...