বরগুনায় কিছুদিন ধরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবার আক্রান্ত হয়ে আবদুল হক (৬৮) ও বাবুল (৩৩) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হকের মৃত্যু হয়। তিনি আমতলী উপজেলার গুলিয়াখালী ইউনিয়নের বাজারখালী গ্রামের বাসিন্দা। অপরজন বাবুল সন্ধ্যা ৭টার পরে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াকাটা এলাকার বাদলের ছেলে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। আমতলী ২, তালতলী ৫ বেতাগী ১, বামনা ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন।...