শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করলেন চট্টগ্রাম নগরীর সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া নগরীর মণ্ডপগুলোতে অষ্টমীর সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। অঞ্জলি চলেছে বেলা ১টা পর্যন্ত। প্রতি বছরের মত এবারও নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে কুমারী পূজায় অঞ্জলি দিতে ভক্তরা ভিড় করেন সেখানে। এবারের পূজায় কুমারী রূপে দেবীর আসনে ৬ শিশু। তাদের মধ্যে রাধেশ্রী দত্ত (৬) 'উমা' নামে, সুভদ্রা বিশ্বাস প্রতীক্ষা (১১) 'রুদ্রাণী' নামে, অদ্রিজা বিশ্বাস (৯) ও নিভৃত দত্ত (৯) এ দু'জন 'কালসন্দর্ভা' নামে, জুলি দাশ (৭) 'মালিনী' রূপে ও প্রীতি ধরকে (৮) 'কুজ্জিকা' রূপে আরাধনা করা হয়। কুমারী পূজা পরিচালনাকারী শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ বলেন, "কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। আবার কুমারীরা শুদ্ধতার...