খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে ইউপিডিএফ। এ পরিস্থিতির প্রভাব অন্য পার্বত্য জেলাতেও পড়তে পারে বলে আশঙ্কা করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রচেষ্টা একটি বৃহৎ পরিকল্পনার অংশ। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের তৎপরতা বেড়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী ঢুকিয়ে সহিংসতা ছড়ানো হচ্ছে। গুইমারার সাম্প্রতিক সহিংস ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী।” তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ভিডিওসহ এসব তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে। অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও সেনাবাহিনী দেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি শহরে চলছে ১৪৪...