ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য ভাঙার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা-গুঞ্জন থামেনি। পরে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করলেও আলোচনার রেশ কিছুতেই কাটেনি। একসময় সুখের সংসার নিয়ে তাদের দাম্পত্য আলোচনার শীর্ষে থাকলেও, বর্তমানে ভিন্ন চিত্র সামনে আসছে। বেশ কিছুদিন ধরে তাদের এক ছাদের নিচে না থাকার খবরে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি সম্পর্কে ফাটল ধরেছে? সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিজীবন নিয়ে সরাসরি প্রশ্নের মুখোমুখি হন মিথিলা। তিনি জানান, “২৪-এর জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, কারণ আমার ভিসা নেই।” এ মন্তব্যের পর...