প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত। আধুনিক গানে তিনি একজন নন্দিত শিল্পী হিসেবে শ্রোতা-দর্শকের কাছে সমাদৃত। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সোনালি দিনের গান পরিবেশন করেও দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে আসছেন দীর্ঘদিন ধরে। শুধু তাই নয়, নাটকের গানের ক্ষেত্রেও অনবদ্য তিনি। গত ১৮ সেপ্টেম্বর অনুপম মিউজিকে প্রকাশিত হয়েছে হৈমন্তীর কণ্ঠে নতুন একটি মেলোডিয়াস গান। ‘প্রেম আমার’ শিরোনামের গানটিতে কথা, সুর-সংগীতের পাশাপাশি হৈমন্তীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন আভরাল সাহির। গানটির মিউজিক নির্মাণ করেছেন সৈকত রেজা। মিউজিক ভিডিওতে হৈমন্তী, আভরাল ও প্রিয়ন্তী উর্বী মডেল হিসেবে অভিনয় করেছেন। ইতিমধ্যে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। হৈমন্তী বলেন, ‘গানের ভুবনে আমার দীর্ঘদিনের পথ চলা। একটু একটু করেই এখানে নিজেকে একজন জাত শিল্পী...