বিশ্ববাজারে স্বর্ণের দাম ঐতিহাসিক রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ৮০০ ডলার। এই নজিরবিহীন ঊর্ধ্বগতির প্রভাব শিগগিরই বাংলাদেশেও পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও যেকোনো সময় নতুন দামের ঘোষণা আসতে পারে। তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়ছিল। তবে গত এক মাসে এই বৃদ্ধি আরও দ্রুত হয়েছে। আগস্ট-সেপ্টেম্বর মাসেই আউন্সপ্রতি স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫০০ ডলার। বাংলাদেশেও এ সময় একাধিক দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা ছিল সর্বোচ্চ রেকর্ড। তবে ২৮ সেপ্টেম্বর দাম কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায় আনা হয়।...