এআই পরামর্শক কোম্পানি ‘এআইনিগমা’ বলেছে, লজিস্টিকস, ইউটিলিটি, প্রাইভেট একুইটি ও সৃজনশীল শিল্পসহ অন্যান্য খাতেও পুরুষ ও নারীর মধ্যে বেতনের পার্থক্য আরও বাড়তে পারে। তবে গবেষণায় ইঙ্গিত মিলেছে, আইনসেবা, সরকারি খাত, সাংবাদিকতা ও মার্কেটিংয়ের মতো অন্যান্য ক্ষেত্রে এই বেতন বৈষম্য কমে যেতে পারে। ‘এআইনিগমা’-এর প্রধান নির্বাহী আরনে মোসেলম্যান বলেছেন, “গড় হিসাবে নারীদের তুলনায় জেনারেটিভ এআই টুল বা চ্যাটজিপিটি ব্যবহার করছে ২০ শতাংশ বেশি পুরুষ। “ফলে জেনারেটিভ এআইয়ের আসলে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য কমানোর বদলে, আরও বাড়িয়ে দেওয়ার বাস্তব ঝুঁকি তৈরি রয়েছে। “৪২ শতাংশ অফিস কর্মী বলেছেন, কাজের সময় জেনারেটিভ এআই ব্যবহার করেন তারা। তবে তাদের মধ্যে এক...