নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম সাপ্তাহিক ছুটিসহ এবার শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ ছুটির সময়ে অনেকে ঘুরতে যান দেশের জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকতসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটেও চলবে বিশেষ ট্রেন। ছুটি উদযাপনে কক্সবাজার ও চট্টগ্রামগামী যাত্রীদের সুবিধার্থে এ বিশেষ সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।আরো পড়ুন:১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনাবিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ ১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, টানা চার দিনের ছুটি উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে যাত্রা...