দুর্গা পূজার ছুটির মধ্যে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে ‘সীমিত আকারে’ আমদানি ও রপ্তানির কার্যক্রম চলবে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য ‘নিরবচ্ছিন্ন’ রাখার লক্ষ্যে দুর্গা পুজার ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনে আমদানি ও রপ্তানি কার্যক্রম ‘সীমিত আকারে’ চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো। এর অনুলিপি দেশের সকল কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে পাঠানো হয়েছে; সকল আমদানি ও রপ্তানির সঙ্গে সম্পৃক্ত সকল...