বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদসদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘অনেক বিলম্ব হলেও সরকার বুঝতে পেরেছে যে, নির্বাচন ছাড়া তাদের আর কোনো কাজ নেই। সোজা নির্বাচনের দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনূস বিশ্বমঞ্চে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়।’ তিনি বলেন, ‘দেশে যত নৈরাজ্য, সামাজিক সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে, তত বেশি নিরীহ মানুষকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের নেতৃত্বে পরিচালিত হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা।’ বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুনআরও পড়ুনছাত্রলীগ নেতার হাতে জামায়াত নেতা খুন, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে...