দীপাবলি উপলক্ষে আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানার নতুন সিনেমা ‘থামা’। এর মুক্তির আগেই আরেকটি আলোচিত সিনেমার শুটিংয়ে ব্যস্ত এখন রাশমিকা। ২০১২ সালে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট ছবি ‘ককটেল’-এর দ্বিতীয় কিস্তিতে থাকছেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী। বর্তমানে ইতালির সিসিলিতে এ সিনেমার শুটিংয়ে আছেন তিনি। সিনেমায় রাশমিকাকে দেখা যাবে তাদাকা চরিত্রে। নিজের চরিত্রকে ‘শক্তিশালী ও গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে রাশমিকা আরও বলেন, ‘এ চরিত্রে অভিনয় করা আমার জন্য সম্মানের। আমি খুব উপভোগ করেছি। দীপাবলিতে থিয়েটারে থামা দেখার জন্য আমার আর তর সইছে না।’ হোমি আদাজানিয়ার পরিচালনা এবং দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘ককটেল-২’-এ তার সঙ্গে আরও অভিনয় করছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বে ছিলেন দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি ও সাইফ আলি খান। ছবির কাহিনি...