ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি এখনো নাশকতা করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে। বাংলাদেশকে কখনোই কারো উপনিবেশে পরিণত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বারবার হাতুড়ির আঘাত এসেছে, কিন্তু তাতে এই বন্ধন ছিন্ন হয়নি। সেই অটুট সম্প্রীতির শক্তিতেই বাংলাদেশ এগিয়ে চলেছে।সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, এই সম্প্রীতি কেউ কখনো ভাঙতে পারবে না। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহাবস্থান ও শ্রদ্ধাবোধই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।নিউজজি/এস আর ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি এখনো নাশকতা করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ...