ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কিছু আন্তর্জাতিক মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "সামনের কয়েকটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু শক্তি রয়েছে যারা চায় না দেশে নির্বাচন হোক। আমরা জানি না, তারা কার পক্ষে কাজ করছে, তবে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে ও বাইরে। তারা সুসংগঠিত—এটাই সবচেয়ে বিপজ্জনক দিক।"সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এতে বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেন। খবর বাসসের।আসন্ন নির্বাচন নিয়ে ইউনূস বলেন, “আমরা চাই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক—এমন নির্বাচন,...