উত্তেজনা নিরসনে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পার্বত্য উপদেষ্টার বৈঠক NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। অন্যদিকে ‘জুম্ম ছাত্র জনতা’ র পক্ষ থেকে ক্রিপায়ন ত্রিপুরা, মানিক চাকমা, তশিতা চাকমা, পিন্টু চাকমা ও বাইদ চাকমা অংশ নেন।ছাত্র প্রতিনিধিরা বৈঠকে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং সহিংসতায় নিহতদের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে তারা উপদেষ্টার হাতে ৮ দফা দাবির স্মারকলিপি...