৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করা হয়েছে এবং ১৫ বছরের জমে থাকা পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ এই বিরল উদ্যোগের মাধ্যমে ইতিহাস গড়েছেন। শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর পৌরসভা কার্যালয়ে ৬৯ জন জিপিএ-৫ শিক্ষার্থীর হাতে দেড় হাজার টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই এবং দুটি ফলের গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীরা। ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে সরকারি ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার...