ডা. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে নিজ অংশ বুঝে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেই সম্পত্তি ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দান হেবা (দান) করেন তিনি। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সাক্ষীদের জবানবন্দি থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় পঞ্চমদিনে আরও ৯ জন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষী তাদের জবানবন্দি দেন। এদিন সাক্ষীদের সাক্ষ্য উঠে আসে শেখ হাসিনার স্বামী মরহুম ডা. এম এ ওয়াজেদ মিয়ার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তির তথ্য।...