এশিয়া কাপ ফাইনালের মাঠের উত্তেজনা ছড়িয়েছে পুরস্কার বিতরণীতেও। রানার্সআপ চেক মঞ্চেই ছুঁড়ে ফেলে দেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।এরপর নতুন বিতর্কের জন্ম হয়েছে ট্রফি ঘিরে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অভিযোগ করেছেন, তাদের চোখের সামনেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি ট্রফি নিয়ে মঞ্চ থেকে সরে যান। সূর্যকুমার সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনোভাবেই ড্রেসিংরুমে বসে থাকিনি, কাউকে অপেক্ষায়ও রাখিনি। মঞ্চে এসিসি কর্মকর্তারা দাঁড়িয়ে ছিলেন, আমরা নীচে ছিলাম। হঠাৎ দেখি, ট্রফি নিয়ে চলে গেলেন। এটাই আমি নিজে দেখেছি। ’ তিনি আরও জানান, এই সিদ্ধান্ত সরকারের বা বোর্ডের নির্দেশে নয়; মাঠেই খেলোয়াড়রা মিলে ঠিক করেছিলেন নকভির হাত থেকে ট্রফি নেবেন না। তবে তার আক্ষেপ, ‘ট্রফি দিতে চাইলে না দিক, কিন্তু নিয়ে পালানো কেন?’ বিসিসিআই-ও অভিযোগ তুলেছে, নকভি আসলে ট্রফি...