ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সবচেয়ে পুরান বাজার শ্যামবাজার। ব্রিটিশ আমল থেকে ঢাকাবাসীর বিভিন্ন পণ্যের যোগান দিয়ে আসছে বাজারটি। তবে বর্তমানে এর জৌলুশ আগের মতো আর নেই। এক সময় পাইকারদের ভিড় ও ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত থাকা বাজারে এখন অনেকটাই নীরবতা। ছবিতে দেখুন বাজারের এক পাইকারী ব্যবসায়ী বিক্রির জন্য আলু স্তুপ করে রাখেছেন। শ্যামবাজার থেকে পাইকারে শাক কিনে নিয়ে যাচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পাইকারে শাক কিনে শ্রমিকের...