ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী পাঁচ দফা গণদাবির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির দাবি-দাওয়ার মধ্যে রয়েছে—জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি কার্যকর করা, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশে বর্তমানে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে পুরনো স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে এবং জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা জাতিকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় ঠেলে দিয়েছে।বিবৃতিতে তারা আরও বলেন, ইসলামী শক্তিকে দমিয়ে রাখার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং...