চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। তবে ম্যাচের পরপরই ট্রফি হাতে তুলতে পারেনি দলটি। সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করে মাঠ ছাড়েন, আর এ নিয়েই শুরু হয় বিতর্ক।ফাইনালের পর ট্রফি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। জানা গেছে, ট্রফিটি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দফতরে রাখা আছে। ভারতকে এটি দেওয়া হবে, তবে এসিসির চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি চান, নিজ হাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় দলের হাতে ট্রফি ও পদক তুলে দিতে।ঘটনার শুরু রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল শেষে। ম্যাচ জয়ের পর নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এতে ক্ষুব্ধ হয়ে নাকভি মাঠ ছেড়ে চলে যান। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তার সঙ্গেই ট্রফিটিও মাঠ থেকে সরিয়ে নেওয়া...