রাজধানীর হাতিরঝিল থানার রেড ক্রিসেন্ট ভবনের সামনের রাস্তায় একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আউয়ালকে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের ৩ নং ওয়ার্ডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক)চিকিৎসাধীন আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহত আউয়াল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী সাগর জানান, রাত ১টার দিকে রিকশা চালিয়ে যাওয়ার সময় রেড ক্রিসেন্ট ভবনের সামনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আউয়াল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সকালে মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই বাবুল বলেন, ‘আমার ভাই প্রতিদিন শ্রীপুর থেকে ঢাকায় এসে...