তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুললা ইউনিয়নের জাঠিয়া সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন শেষে সনাতনী ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এস এম জিলানী বলেন, আমি বিশ্বাস করি, আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, আমাকে আপনাদের পাশে একটু জায়গা করে দেবেন। আমাকে খুঁজতে হবে না। আমি আপনাদের কাছে আসবো। আপনাদের সমস্যার কথা শুনবো এবং সমাধানের চেষ্টা করবো। আগামী জাতীয় সংসদ...