রাজধানীর খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতের দিকে ঘটনা দুটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, সোমবার দিবাগত রাতে পূর্ব গোরানের ৮ নম্বর বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে এক গৃহবধূর জালানার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত জেবুন্নেসা জামালপুরের সদরের নরুন্দি ইউনিয়নের তরফদার পাড়ার মৃত রেজাউল হকের মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে খিলগাঁয়ের পূর্ব গোড়ানের বাসায় ভাড়া থাকতেন তিনি। এস আই আরও জানান, নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা...