জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। অথচ চলমান এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ম্যাচই খেলা হয়নি তার। ২৫ মার্চ শিলংয়ে বিপক্ষে সাইডলাইনে বসেছিলেন। একইভাবে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি ছিলেন অপেক্ষমান। তবে ভুটান ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে খেলিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রতিটি ক্যাম্প শুরুর পর এই প্রশ্ন শুনতে হয় জামালকে, ‘আপনি খেলতে পারবে না তো?’ এই প্রশ্নের উত্তর জমাই থাকে জামালের ঠোঁটে, ‘এটা পুরোপুরি কোচের বিষয়।’ এই যেমন হংকংয়ের বিপক্ষে ম্যাচের ক্যাম্প শুরুর পর সোমবার সন্ধ্যায় এমই প্রশ্ন গণমাধ্যম থেকে শুনতে হয়েছে তাকে। উত্তর অপরিবর্তিত। তবে এবার অধিনায়ক হিসেবে খেলতে না পারার বিষয় কথা বলতে গিয়ে নিজের ভেতরের কষ্ট গোপন করতে পারলেন না ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার। অধিনায়ক হিসেবে গণমাধ্যমে কথা বলেন, ম্যাচে দেখা যায় আপনি নেই,...