রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশির মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো সবুজ দ্বীপ কাট্টলী। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর দ্বীপটি এখন পর্যটকদের কাছে হয়ে উঠেছে শান্তি ও প্রশান্তির অনন্য গন্তব্য। শহুরে কোলাহল ছেড়ে দু’দণ্ড শান্তি পেতে কাট্টলী দ্বীপের জুড়ি নেই। দূরের কালো পাহাড় আর নীল জলের বুকে ছোট্ট দ্বীপ কাট্টলী যেন প্রকৃতির অনন্য বিস্ময়। ছবি: আরমান খান কাট্টলী দ্বীপে পৌঁছাতে হয় নৌকা বা ট্রলারযোগে। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার থেকে লংগদুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চযোগে যেতে পারেন এখানে। এ ছাড়া ট্রলার ভাড়া করেও ঘুরে আসতে পারবেন কাট্টলী দ্বীপ। হ্রদের বুক চিরে চলতে চলতে দুপাশে বিস্তৃত পাহাড়, মাঝখানে শান্ত ঢেউ যেন প্রকৃতির আঁকা জীবন্ত ছবি। ভ্রমণকারীদের চোখে হঠাৎ করেই ধরা দেয় সবুজে মোড়ানো দ্বীপটি। দ্বীপের চারপাশে শুধু জল আর জল। শহরের কোলাহল নেই, নেই...