৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধের জন্য ২০ দফা বিশদ প্রস্তাব পেশ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই এতে সম্মতি জানিয়েছেন। তবে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সাড়া দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাজায় যুদ্ধ বন্ধ হবে, জিম্মি মুক্তি পাবে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। তিনি সতর্ক করে বলেন, হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েল গাজায় আক্রমণের মাত্রা বাড়াবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো দীর্ঘস্থায়ী শান্তি ও গাজার পুনর্গঠন নিশ্চিত করা। হামাসের একটি উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তারা এখনও ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পাননি। প্রস্তাব হাতে পেলে...