মানুষকে গোসল করিয়ে শুকিয়ে দেবে যন্ত্র। এমনই এক যন্ত্র আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। ওই যন্ত্রের নাম ‘মিরাই নিনগেন সেনতাকুক’। দেখতে অনেকটা ক্যাপসুল আকৃতির। মিরাই নিনগেন সেনতাকুক— নামের যন্ত্র একজন মানুষকে মাত্র ১৫ মিনিটে গোসল করিয়ে এবং সম্পূর্ণ শুকিয়ে দেবে। ‘মিরাই নিনগেন সেনতাকুক’ তৈরি করেছে সায়েন্স কো. লিমিটেড।আরো পড়ুন:ব্যস্ত দম্পতিদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ‘মাইক্রো-ডেটিং’লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি? ব্যস্ত দম্পতিদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ‘মাইক্রো-ডেটিং’ লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি? একজন মানুষ যন্ত্রটির ভেতরে ঢোকার পরে তার শরীরে পানির স্প্রে করবে। আবার গোসল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি শরীর দ্রুত শুকিয়ে দেয়, ফলে তোয়ালের...