১৯০৬ এথেন্স অলিম্পিকের সময় আয়ারল্যান্ড জুড়ে জ্বলছিল স্বাধীনতার আগুন। সেবার একটি সোনা ও একটি ব্রোঞ্জ জয়ী পিটার ও’কনর ইংল্যান্ডের হয়ে অংশ নিলেও মাঠে এনেছিলেন ‘এরিন গো ব্রাঘ’ (অর্থাৎ, আয়ারল্যান্ড ফরএভার) লেখা আয়ারল্যান্ডের পতাকা। সেই এথেন্সে ২০০৪ অলিম্পিকে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের ইহুদ ভাক্সের বিপক্ষে পদকের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইরানের জুডো তারকা আরাশ মিরেসেমাইলি। ১৯৩৬ বার্লিন অলিম্পিকের আগে অ্যাডলফ হিটলার ঘোষণা দিয়েছিলেন অলিম্পিকে ইহুদিরা অংশ নিতে পারবে না। অনেক দেশ অলিম্পিক বয়কটের হুমকি দেওয়ায় হিটলার সেই ঘোষণা থেকে সরে আসেন। সেই অলিম্পিকে চারটি সোনা জিতে ইতিহাস গড়েন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ দৌড়বিদ জেসি ওয়েন্স। এতে হিটলারের এতই আঁতে ঘা লেগেছিল যে, পদক বিতরণী অনুষ্ঠানেই থাকেননি তিনি। ১৯৮৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-আর্জেন্টিনা। চার বছর আগে ফকল্যান্ড দ্বীপের দখল...