জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং ভোটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) চালুসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তিনদিন বিক্ষোভের পর এবার গণমিছিলের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোরব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলটি। মঙ্গলবার দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই, আমাদের ৫ দফা গণদাবি ইতোমধ্যে জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে। দেশের জনগণ এই দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনের শামিল হয়েছে। “বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের...