জাতিসংঘের আয়োজনে বহুল প্রতীক্ষিত বাস্তুচ্যুত রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ সম্মেলনটি স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হবে। সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানও আছেন।উদ্বোধন অধিবেশনে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, রাজনৈতিক সমর্থন জোরদার করা, মানবাধিকারসহ সংকটের মূল কারণ মোকাবিলা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি।বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিবকে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে আপনাদের (জাতিসংঘ) সহযোগিতা প্রয়োজন।’এদিকে আন্তর্জাতিক এই সম্মেলনের আগে সোমবার (২৯ সেপ্টেম্বর)...