জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা আলমগীর। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মঙ্গলবার তিনি সাক্ষ্য দিচ্ছেন। ট্রাইব্যুনালের কৌঁসুলি ফারুক আহাম্মদ বলেন, “সর্বশেষ সাক্ষী হিসেবে আজ সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তার জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে।” এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও কৌঁসুলি তানভীর হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত...