পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯:৪৭ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেছেন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেতে দুর্গাপূজার পর উপজেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করা হবে। যাতে করে সেখানেই সাধারণ মানুষের আভিযোগগুলো নিস্পত্তি করা যায়।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও শ্রী শ্রী দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জেলায় ৪৭৫ টি মন্ডপে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপগুলিতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ কাজ করছেন। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং সীমান্তবর্তী এলাকায় বিজিবি সার্বক্ষণিক মনিটরিং করছেন। এছাড়াও সেনাবাহিনীও টহল অব্যাহত রেখেছেন। পূজায় আইন শৃংখলার আবনতি বা বিশৃংলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই।এর আগে উপজেলার বিভিন্ন...