ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত ও আহত হন। এ হামলায় একটি ট্যাংক ধ্বংস করা হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। প্রথম হামলার স্থানে ইসরাইলি উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয়। আরও পড়ুনআরও পড়ুনগাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত এর আগে হিব্রু ভাষার গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল। হিব্রু ভাষার ‘হাদাশোট বাজমান’ চ্যানেলের প্রতিবেদনে...