হলিউডে আবারও ভাঙনের সুর। রুপালি পর্দার তারকা নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী কেইথ আরবানের ১৯ বছরের দাম্পত্যজীবনে অবশেষে টান পড়ল। একসময় যাদের প্রেমের গল্প ছিল অনুপ্রেরণা, সেই জুটি এবার আলাদা পথে হাঁটছেন।যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। বরং সবকিছু ঠিক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো তার নিজস্ব গতিতে চলে।আরও জানা যায়, গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকছেন নিকোল কিডম্যান ও কেইথ আরবান।কিডম্যান ও আরবান দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। তারা হলেন সানডে রোজ (১৭), ফেইথ মার্গারেট (১৪)। সন্তানরা ৫৮ বছর বয়সি মা কিডম্যানের সঙ্গে রয়েছেন। তবে বর্তমানে কেইথ আরবান এখন ট্যুরে রয়েছেন। এই কঠিন সময়ে কিডম্যান পরিবারটিকে একসঙ্গে রাখার চেষ্টা করছেন।২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান,...