বাংলাদেশের জাতীয় মাছ ইলিশে সমৃদ্ধ সীতাকুণ্ড এখন বড় ধরনের সংকটের মুখে। একসময় এখানে জেলেদের জালে ভরপুর ইলিশ উঠলেও গত দুই বছরে আহরণ কমেছে প্রায় ৮০ শতাংশ। সমুদ্র দূষণ, জলবায়ু পরিবর্তন ও অতি আহরণে জেলেদের জাল এখন প্রায়ই খালি ফিরছে। ভর্তুকি দিয়ে জেলেদের টিকিয়ে রাখলেও ইলিশ আহরণের পতন থামানো যাচ্ছে না। তথ্যমতে, ২০২২ সালে সীতাকুণ্ডে ধরা পড়েছিল ২০৫৪ মেট্রিক টন ইলিশ। ২০২৩ সালে তা নেমে আসে মাত্র ৭৪৬ মেট্রিক টনে, যা আগের বছরের তুলনায় ৬৪ শতাংশ কম। ২০২৪ সালে ধরা পড়ে মাত্র ৪৩৮ মেট্রিক টন ইলিশ, আগের বছরের তুলনায় প্রায় ৪১ শতাংশ কম। অর্থাৎ দুই বছরে ইলিশ আহরণ হ্রাস পেয়েছে প্রায় ৮০ শতাংশ। ভর্তুকি বিতরণ ও বর্তমান অবস্থা সম্পর্কে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, জাটকা ও মা ইলিশ...