আগামী ১ অক্টোবর থেকে ভারত ভ্রমণে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই তারিখ থেকে ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি যাত্রীর জন্য ডিজিটাল ডিসেমবার্কেশন (DE) কার্ড বা ই-অ্যারাইভাল কার্ড পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। ভারত সরকার ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে। নতুন নিয়ম ও কার্যকারিতা১ অক্টোবর (বুধবার) থেকে এই নিয়ম চালু হচ্ছে। এখন থেকে ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে আগমন (Disembarkation) সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না। এর পরিবর্তে যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই ডিজিটাল কার্ড পূরণ করে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে ভিড় ও বিলম্ব কমবে। কারা পূরণ করবেন: শুধুমাত্র বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে। ভারতের...