তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের কারুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড ও জননিরাপত্তাকে বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া টিভিকে’র সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ। অন্যদিকে, টিভিকে’র প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে করা মামলায় বলা হয়েছে, কারুর জেলায় অনেকক্ষণ আগে পৌঁছেন বিজয়। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে তিনি প্রায় ঘণ্টাচারেক দেরি করেছেন। এতে জনসভায় উপস্থিত জনতা অধৈর্য হয়ে পড়ে। ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা। এ ছাড়া বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগও উঠেছে। অন্যদিকে, আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কারুর ট্র্যাজেডি নিয়ে অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানোর...