বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিদেশি সহায়তা ক্রমেই কমছে, আর এর বোঝা চেপে বসছে সরাসরি সরকারের ঘাড়ে। এ বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গিয়ে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে ভয়াবহভাবে—গত বছরের তুলনায় ২৬৩ শতাংশ বেশি। অথচ ১১ লাখ ৫৬ হাজারের বেশি রোহিঙ্গার জন্য বরাদ্দ বিদেশি তহবিল কমে যাওয়ায় এই বোঝা এখন রীতিমতো এক ভয়ংকর আর্থিক সংকটে রূপ নিয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এই পরিস্থিতিকে বাংলাদেশ রাষ্ট্রের জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সহায়তার নামে অপচয় আর বিলাসিতা বন্ধ না হলে, সরকারের ওপর ঋণের চাপ বাড়তেই থাকবে। এই ঋণ শেষ পর্যন্ত শোধ করতে হবে সাধারণ মানুষের করের টাকা দিয়ে। বিদেশি সংস্থাগুলোকে সাশ্রয়ী না করলে রোহিঙ্গা কার্যক্রম বাংলাদেশকেই রীতিমতো ধ্বংসের পথে ঠেলে দেবে।” তিনি স্পষ্ট করে...