‘সরকারের সদস্যরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন না করে থাকেন তাহলে সেজন্য ক্ষমা চাইছি।’ বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার। বিক্ষোভের জেরে অবশেষ সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার। গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। এর নেতৃত্বে ছিল মূলত তরুণরা। সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জনসাধারণের অভিযোগ স্বীকার করে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব, যা বলছে হামাসগাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব, যা বলছে হামাস তিনি বলেন, ‘সরকারের সদস্যরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন না করে থাকেন তাহলে সেজন্য ক্ষমা...