এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবম বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এই শিরোপা জয়ের পাশাপাশি আর্থিক পুরস্কারেও রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে প্রাইজমানির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, আয়োজক কমিটির নির্ভরযোগ্য সূত্র সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে জানিয়েছে এবারের পুরস্কারের অঙ্ক। প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে ভারত পাচ্ছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। ফাইনালে পরাজিত দল পাকিস্তানের ঝুলিতে জমা হবে ১ লাখ ৫০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়াও তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশ...