টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন। এ ছাড়া আহত প্রায় ১০০ মানুষ। সরকারি বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। এ সময় উপকূলীয় এলকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি। এর আগে থেকেই ঝড়ের প্রভাবে ভিয়েতনামজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। টাইফুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশে। হতাহত ও নিখোঁজদের সবাই এই দুই প্রদেশের। এ ছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত...