সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা নিয়ে। তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো ‘বিদ্বেষমূলক সহিংসতা’ নেই। বরং ভারতের কিছু গণমাধ্যম ও মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রাখতে অন্তর্র্বতী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। ২০২৪ সালে ব্যাপক গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই একটি সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, শুরুতে তিনি এই দায়িত্ব নিতে চাননি। ‘আমি বিস্মিত হয়েছিলাম’বলেন ইউনূস। ‘তবে যখন দেখলাম...