মুখে বললেই পাচার হওয়া টাকা ফেরত আসে না, প্রক্রিয়া আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পাচার করা টাকা ফিরেয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু ফেরত আসতে পারে। সরকার চেষ্টা করে যাচ্ছে। অনেক দেশে অনেকের সম্পদ ফ্রিজ করা হয়েছে। তবে মুখে বললেই পাচার হওয়া টাকা ফেরত আসেনা, প্রক্রিয়া আছে। রাজনৈতিক সরকার আসলেও ধারাবাহিকতা রাখতে বাধ্য। তা না হলে এতদিন যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেমে যাবে, ফেরতও আসবে না।’ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চাল আমদানির নিয়ে আলোচনা হয়েছে...