কক্সবাজার সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে এ ঘটনা ঘটে। নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কুরআনের হাফেজ ও জামায়াতের যুব বিভাগের একটি ইউনিটের সেক্রেটারি ছিলেন। নিহত আমজাদ ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, আমজাদ দীর্ঘদিন সৌদিতে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি জামায়াতের যুব বিভাগে সক্রিয় হন। শিগগিরই তার বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল। ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি এবং একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।আরও পড়ুনআরও পড়ুনজামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জমিসংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমার জেরে রাফি ও তার সহযোগীরা আমজাদের...