প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি মণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি পূজা উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। মতবিনিময়কালে তিনি বলেন, দুর্গোৎসব শান্তি ও সম্প্রীতির প্রতীক। সবাই যেন আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সেটিই আমাদের কামনা। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীরা মতিন খানের আগমনকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন।তার সফরে হোমনা এবং তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার হোমনা উপজেলায় ৪৭ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পূজামণ্ডপ ও দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা...