ঝালকাঠির নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নলছিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ টিকা দেওয়া হয়। এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত সিকদার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক বলেন, জলাতঙ্ক...